ফের তেল আবিবে হামাসের রকেট বৃষ্টি
অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ হামলা ও গণহত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিব ও এর আশপাশের এলাকাগুলিতে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা।
সোমবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধের ৯৪তম দিনে গাজা থেকে রকেট বৃষ্টি শুরু হলে তেল আবিব ও এর দক্ষিণের প্রায় ৩০টি শহরে একযোগে সাইরেন বেজে ওঠে। ফলে এসব শহরের ইহুদি অধিবাসীরা আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে পালাতে থাকেন। তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েল সরকার এ হামলার ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি।
ইসরায়েল যখন গাজা উপত্যকার স্থল অভিযানে ব্যাপক সাফল্য পাওয়ার দাবি করছে তখন যুদ্ধ শুরুর তিনমাসের বেশি সময় পর তেল আবিবে ঝাঁকে ঝাঁকে রকেট পাঠানোর ঘটনায় হামাসের ব্যাপক সক্ষমতার বিষয় ফুটে উঠেছে।
এর আগে ইংরেজি নববর্ষের প্রথম দিন আলকাসাম ব্রিগেড তেল আবিব ও এর শহরতলীগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে। ওই হামলায় বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস এবং এক ডজনের বেশি দখলদার সেনা নিহত হয়। ওই হামলার পর আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছিলেন, ফিলিস্তিনি যোদ্ধারা গাজা উপত্যকার আকাশে একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার লক্ষ্য করেও গোলা নিক্ষেপ করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


