গাজায় আরও ২ সাংবাদিক নিহত, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ১১২
গাজার মিডিয়া অফিস সোমবার একথা জানায়। ধারাবাহিক হামলায় নিহত সর্বশেষ দুই সাংবাদিক হলেন, আব্দুল্লাহ ব্রেইস ও মোহাম্মাদ আবু ডাইয়ের। এনিয়ে গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজায় এতো অল্প সময়ে এতো বিপুল সংখ্যক সাংবাদিক নিহত হওয়ার ভয়াবহ নজীরবিহীন ঘটনা ঘটেছে।
মিডিয়া অফিসের দেওয়া বিবৃতিতে বলা হয়,গাজা উপত্যকার উত্তরাঞ্চলের আল-ফখর শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এই দুই সাংবাদিক নিহত হন। তাদের নাম ছাড়া এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি মিডিয়া অফিস।
এরআগে রোববার ইসরায়েলি বিমান হামলায় আল-জাজিরার সাংবাদিক ওয়ায়েল দাহদাউহ’র ছেলে হামজাসহ তিন জন সাংবাদিক নিহত হন।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় অবিরাম নৃশংস হামলা, তান্ডব ও গণহত্যা চালাচ্ছে। এতে নিহত হয়েছেন অন্তত ২৩ হাজার ৮৪ জন। আহত হয়েছেন ৫৮ হাজার ৯২৬ জন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


