ফিলাডেলফিয়া করিডোর নিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে না মিশর: রিপোর্ট
সোমবার একটি মিশরীয় গণমাধ্যম মিশরÑগাজা সীমান্তের সংকীর্ণ বাফার জোন ফিলাডেলফিয়া করিডোর নিয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ করে। অপরদিকে এক মিশরীয় কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম আল-কাহেরা নিউজ জানায় এই ধরনের প্রতিবেদন ‘সম্পূর্ণ মিথ্যা’। তবে উল্লেখিত প্রতিবেদনের বিষয়ে মিশর বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বার্তাসংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ইসরায়েল মিশরকে হামাসের অস্ত্র পাচার ও সুড়ঙ্গ সনাক্ত করার জন্য ফিলাডেলফিয়া করিডোরে আরও সুরক্ষা ব্যবস্থা ও নজরদারি সরঞ্জাম স্থাপনের অনুরোধ জানান। এমনটিই দাবী করছে ইসরায়েলি গণমাধ্যম।
১৪-কিলোমিটার (৮.৬৯-মাইল) দীর্ঘ এই করিডোর ১৯৭৯ সালের ইসরায়েল-মিশর শান্তি চুক্তি দ্বারা নিশ্চিত করা হয়। ২০০৫ সালে ইসরায়েলি বাহিনী গাজা থেকে প্রত্যাহারের পর এটি মিশরীয় নিরাপত্তা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই করিডোরটিকে নিজ দেশের নিয়ন্ত্রণে এনে গাজাকে মিশর থেকে আলাদা করতে চান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


