ইসরায়েল যুদ্ধে তার হিংস্রতা বহিঃপ্রকাশ ছাড়া কিছুই অর্জন করতে পারেনি: হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় প্রায় ১০০ দিন ধরে গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটিত করেও কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। দখলদার শক্তি এখন পর্যন্ত বিশ্ববাসীর সামনে কেবল তার ‘রক্তপিপাসু ও ঘাতক’ চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স’এর এক সম্মেলনে বক্তৃতাকালে হানিয়া এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজার জনগণের দৃঢ় মনোবলের কারণে ইসরায়েল তার ঘোষিত একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি।
হামাসের পলিটব্যুরো প্রধান বলেন, ইহুদিবাদীরা হামাসকে ধ্বংস, তাদের জিম্মিদের মুক্ত এবং গাজাবাসীকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার ঘোষণা দিয়ে আগ্রাসন শুরু করেছিল। তিনি বলেন, আমি আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে পারি যে, ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও ব্যাপক গণহত্যা চালানো সত্ত্বেও এসব লক্ষ্যের একটিও অর্জন করতে পারেনি ইসরায়েল।
তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করা সম্ভব নয় কারণ, এটি যে শুধু ফিলিস্তিনে বিরাজ করছে তাই নয় বরং বহির্বিশ্বেও এর অস্তিত্ব রয়েছে এবং গোটা মুসলিম উম্মাহ ও স্বাধীনতাকামী প্রতিটি মানুষের অন্তরে প্রতিরোধ ফ্রন্ট জাগরুক রয়েছে।
তিনি প্রত্যয় জানিয়ে বলেন, আটক ইসরায়েলি জিম্মিদেরকে জীবিত উদ্ধারের একমাত্র উপায় হল ইসরায়েলি কারাগারে আটক সকল ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া। গাজার প্রতিরোধ যোদ্ধারা বহুদিন ধরে দখলদার শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে বলেও তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


