অনির্দিষ্টকাল যুদ্ধ চললেও গাজার প্রতিরোধ ফ্রন্ট নির্মূল হবে না: আল-কুদস ব্রিগেড
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েল গাজায় যত দীর্ঘমেয়াদি যুদ্ধই চালাক না কেন তা গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোকে কখনোই নির্মূল করতে পারবে না। ইসলামি জিহাদের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আবু হামজা বলেন, ‘প্রতিরোধ ফ্রন্টকে নির্মূলের ইসরায়েলি লক্ষ্য কোনোদিনই অর্জিত হবে না সে যুদ্ধ যতই প্রলম্বিত হোক না কেন।’ গত ৭ অক্টোবর গাজার প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে আল-আকসা তুফান অভিযান চালানোর পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার সেনাদের পাশবিক হামলায় এ পর্যন্ত ২৩ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।
হামাসসহ গাজা-ভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলোকে নির্মূল করার পাশাপাশি গাজার ২৩ লাখ অধিবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার ঘোষিত লক্ষ্য নিয়ে ইসরায়েল তিন মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। এ সম্পর্কে আবু হামজা বলেন, ‘গাজাবাসীকে বিতাড়িত করার যে বেপরোয়া চেষ্টা চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ ফ্রন্টগুলো তার চেয়ে বেশি শক্তিশালী।’ তিনি বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জনগণকে গাজায় ফেরার মিথ্যা আশ্বাস দিচ্ছেন।’ ২০০৫ সালে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল ইসরায়েল ।
আবু হামজা আরো বলেন, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা মেনে নিয়ে নেতানিয়াহুকে অনিচ্ছা সত্ত্বেও অচিরেই গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ইসরায়েলি বাহিনী গাজায় ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


