হাসপাতালগুলোকে হাজারো আহতের জন্য প্রস্তত থাকতে বলল ইসরায়েল
গাজায় ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার ৯৬তম দিনে নিহতের সংখ্যা ২৩ হাজার ও ২১০ জন নিহত এবং ৫৯ হাজার ১৬৭ জন আহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বানকে অব্যাহতভাবে প্রত্যাখ্যান ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে অবরুদ্ধ ও বিধ্বস্ত উপত্যকাটিতে।
লেবানন-ইসরায়েল সীমান্তে টান টান উত্তেজনা চলছে। সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে থেমে থেমে লড়াই অব্যাহত রয়েছে। সম্প্রতি দুপক্ষের মধ্যে সবচেয়ে ভয়ংকর সংঘর্ষ ঘটেছে। এতে সেখানে ২০০৬ সালের পর সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
এরই প্রেক্ষাপটে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির উত্তরাঞ্চলের হাসপাতালগুলোকে হাজার হাজার আহত রোগীর গ্রহণের জন্য প্রস্তত থাকার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সরকারী সম্প্রচার সংস্থা কেএএন একথা জানিয়েছে। সংস্থাটি বলেছে, উত্তরাঞ্চলের হাসপাতালগুলোকে ‘পরিত্যক্ত দ্বীপের অবস্থা’ গ্রহণ করতে বলা হয়েছে যেখানে অনেকদিন ধরে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও খাবার শূণ্য অবস্থা বজায় থাকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


