গাজার হামলার ব্যাপারে নিস্ক্রীয়তার নিন্দা তুরস্কের

জাতিসংঘে নিযুক্ত তুরস্কের উপপ্রতিনিধি আসলি গুভেন বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি স্বেচ্ছাচারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং এর ভোটে ক্ষমতা একটি অনিষ্ঠকর হাতিয়ারে পরিণত হয়েছে। 

সাধারণ পরিষদে সভায় বক্তৃতাকালে তিনি বলেন, নিরাপত্তা পরিষদের অবিতর্কিত ও অপরিবর্তনীয় সংস্কার করা প্রয়োজন এবং ভেটো ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে ক্রুটিবিচ্যুতিগুলো দূর করা জরুরী হয়ে পড়েছে। 

আসলি শুভেন বলেন, কেবল নিজের স্বার্থে কাজ করা কেবল বহুজাতিয়তাবাদকেই দুর্বল করছে তা নয়, উপরন্তু জাতিসংঘ ব্যবস্থাপনার বিশ্বাসযোগ্যতাকে ক্ষুন্ন করছে।

তুর্কী প্রতিনিধি বলেন, যুদ্ধ বন্ধে বিশ্ববব্যাপি ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও গত তিনমাসেও গাজা যুদ্ধবিরতির ব্যাপারে একটি প্রস্তাবের ব্যাপারে একমত হতে পারেনি নিরাপত্তা পরিষদ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news