নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে ‘রাজনৈতিক তামাসা’ বলে নিন্দা হুথি কর্মকর্তার

নিরাপত্তা পরিষদে বুধবার পাশ হওয়া প্রস্তাবে লোহিত সাগরে হুথি যোদ্ধাদের কর্ম তৎপরতার নিন্দা জানানো হয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুথি যোদ্ধারা আক্রমণ করছে। হুথি আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি নিরাপত্তা পরিষদের প্রস্তাবের নিন্দা করে জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রই আন্তর্জাতিক আইন লংঘন করছে। 

এক্সএ দেওয়া এক বিবৃতিতে আনসারুল্লাহর নেতা আল হুথি বলেছেন, লোহিত সাগরের নৌচলাচলের নিরাপত্তা সম্পর্কি নিরাপত্তা পরিষদের প্রস্তাব একটি রাজনৈতিক তামাসা মাত্র। মূলত যুক্তরাষ্ট্রই আন্তর্জাতিক আইন লংঘন করছে।

এ ছাড়া আল-হুথি ইসরায়েলি দখলদার শক্তির সব হামলা ও বাধাদান অবিলম্বে বন্ধ করা, গাজায় যুদ্ধ বন্ধ, তাদের অধিকার ও স্বাধীনতা ক্ষুন্ন করার সব তৎপরতার অবসান ঘটানো এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার সব হুমকির অপসারণের দাবি জানিয়েছেন।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবে লোহিত সাগরে জাহাজে হুথিদের হামলা বন্ধ এবং জাপানের পরিচালনাধীন জাহাজ গ্যালাক্সি লেডারকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশ ভোট দেয়। ভোট দানে বিরত থাকে অন্য চারটি দেশ। সেগুলো হল, আল-জেরিয়া, চীন, মোজাম্বিক ও রাশিয়া।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news