অধিকৃত পশ্চিম তীরে ইসরয়েলি হামলায় নিহত ৩৪২
দুই দিন আগে ইসরায়েলি সেনাদের হামলায় আহত অধিকৃত পশ্চিম তীরের আরেক ফিলিস্তিনি মারা গেছেন। এনিয়ে অঞ্চলটিতে ৭ অক্টোবরের পর নিহত হলেন ৩৪২ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
সর্বশেষ নিহত ফিলিস্তিনি তরুণের নাম ফাহিম আল খতিব(৩৫)। দুইদিন আগে রামাল্লাহর কাছে বেইতুনিয়া শহরে সেনাদের হামলার সময় তিনি আহত হয়েছিলেন।
৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর ইসরায়েলি বাহিনী ও ইহুদী বসতিস্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে হামলা ও হত্যাকান্ড জোরদার করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


