ইসরায়েলকে থামান, আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকা

গণহত্যার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার শুরু হওয়া শুনানিতে দক্ষিণ আফ্রিকা বলেছে, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের নির্দেশ ছাড়া গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আর কোনো উপায় নেই। অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেওয়ার জোর দাবি জানান দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা। 

আইসিজেতে দায়ের করা অভিযোগে দক্ষিণ আফ্রিকা বলেছে, ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে। দেশটি ফিলিস্তিনে কী ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার প্রমাণ হিসেবে ৮৪ পৃষ্ঠার একটি দলিল উপস্থাপন করেছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা।  

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে এই মামলার শুনানির শুরুর দিনে দক্ষিণ আফ্রিকা বলেছে, গাজায় গত তিন মাসে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বেশিরভাগ অধিবাসী বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি বাহিনী গাজায় খাদ্য, জ¦ালানি ও ওষুধ সরবরাহে বাধা দেওয়ায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। 

দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্বকারী আইনজীবী আদিলা হাশিম আদালতকে বলেন, ইসরায়েল সপ্তাহে ৬ হাজার বোমা ছুঁড়ছে। তারা গাজার কোনো মানুষকেই ছাড় দিচ্ছে না, এমনকি নবজাতক শিশুদেরও না। জাতিসংঘ কর্মকর্তারা বলেছেন, গাজা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news