ইসরায়েলি গণহত্যার শুনানি: দক্ষিণ আফ্রিকার প্রতি হামাসের কৃতজ্ঞতা প্রকাশ
গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরায়েলের চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মামলা দায়ের করায় দক্ষিণ আফ্রিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ইজ্জাত আর-রিশক বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, প্রিটোরিয়া আইসিজে’তে যে তথ্য-উপাত্ত পেশ করেছে তার ফলে গোটা বিশ্ববাসীর সামনে একথা প্রমাণিত হয়েছে যে, ইসরায়েলি সরকার গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে।
হামাসের এই নেতা বলেন, এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা আরেকবার ফিলিস্তিনি জাতির সমর্থনে তার নীতিগত অবস্থানের সত্যতা প্রমাণ করেছে। ইজ্জাত আর-রিশক বলেন, প্রিটোরিয়া, প্রমাণ করেছে, এটি ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকারের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরোচির অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে’তে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের ওপর ২ দিনব্যাপী শুনানি শুরু হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে গাজা উপত্যকাকে গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে ইসরায়েলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ ছিল। তারা অবিলম্বে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ জারি করতে আদালতের প্রতি আহ্বান জানান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


