ফিলিস্তিন সংকট নিরসনের সব চেষ্টা নস্যাৎ করতে চায় ইসরায়েল: রুশ দূত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেছেন, নিরাপত্তা পরিষদকে অবশ্যই গজার বাসিন্দাদের উচ্ছেদের ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, এ ব্যাপারে নিরবতা পালন করলে এরসঙ্গে পরিষদ জড়িত বলে মনে করা হবে। 

নিরাপত্তা পরিষদে চীনের রাষ্ট্রদূত বলেছেন, গাজার চলমান যুদ্ধ অবিলম্বে  অবশ্যই অবসান ঘটাতে হবে। এবং ফিলিস্তিনিদেরকে উচ্ছেদের যে কোন চেষ্টাকে সুস্পষ্টভাষায় প্রত্যাখ্যান করতে হবে। তিনি বলেন, গাজার অধিবাসীদের জন্য ইসরায়েল কোন নিরাপদ স্থান অবশিষ্ট রাখেনি। দেশটি ফিলিস্তিনি সংকট নিরসনের যে কোন উদ্যোগকে নস্যাৎ করতে চায়।

পরিষদে রাশিয়ার দূত বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের জীবন বাঁচানো অসম্ভব করে তুলেছে ইসরায়েল। তিনি বলেন, উপত্যকাটির জনগণকে জোর করে উচ্ছেদ করলে তার ফল ওই অঞ্চল ও বিশ্বের জন্য মারাত্মক হতে পারে। রুশ দূত বলেন, সাগরের পানি দিয়ে সুড়ঙ্গগুলো ভাসিযে দিলে গাজা শত শত বছর যাবত বসবাসের অযোগ্য স্থানে পরিণত হবে। গাজয় নিরাপদ কোন জায়গা নেই বলে উল্লেখ করে তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের অশ্রদ্ধার কারণে অবরুদ্ধ উপত্যকাটি আজ দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে।

সিএনএন একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, শুক্রবার রাতে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে হামলাটি আগের দিনের চেয়ে অপেক্ষাকৃত ছোট ছিল। একটি যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনে হুথিদের রাডার ব্যবস্থার ওপর এ হামলা চালানো হয়েছে। এসময় সানার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আল-দাইলামি বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।

সানা থেকে আলমায়েদিন সংবাদদাতা জানান, নগরী উত্তরাঞ্চলে প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news