ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। বাগদাদ সফররত ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান সোমবার ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির সঙ্গে এক সাক্ষাতে এ প্রতিশ্রুতি ঘোষণা করেন।

তিনি বলেন, গত বছর দু’দেশের মধ্যে স্বাক্ষরিত একটি নিরাপত্তা চুক্তি অনুযায়ী ইরাকের সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে তেহরান বদ্ধপরিকর। যৌথ উদ্যোগে ইরাক ও ইরানের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

২০২৩ সালের ১৯ মার্চ স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরাকের কুর্দিস্তানে ঘাঁটি গেড়ে বসা ইরান-বিরোধী বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করে তাদেরকে সীমান্ত থেকে দূরে সরিয়ে রাখার কথা বলা হয়েছিল। 

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সুপ্রতিবেশীসুভল সম্পর্ক রক্ষা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আঞ্চলিক সব দেশের পাশাপাশি বিশ্বের সব দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় বাগদাদ।

ইরাক তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা করার প্রশ্নে কোনো আপোষ করবে না জানিয়ে আল-সুদানি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার কাজে ইরাক যথেষ্ট চেষ্টা চালিয়েছে এবং এ চেষ্টা অব্যাহত থাকবে। 

news