ইসরায়েলি ড্রোন হামলা থেকে বেঁচে গেছেন সিনিয়র হামাস নেতা

লেবাননের এই সিনিয়র কর্মকর্তাকে হত্যা করার জন্য এ হামলা চালায় ইসরায়েল শনিবার (১১ ফেব্রুয়ারি)। একটি ফিলিস্তিনি সূত্র একথা জানায়। 

বৈরুতে দক্ষিণে এ হামলায় ওই হামাস নেতা বেঁচে গেলেও অন্য দুইজন নিহত হয়েছেন। 

হামাসের সমর্থনে তাদের লেবাননি মিত্র লেবানন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত ৭ অক্টোবর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। 

লেবাননের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা জানায়, উপকুলীয় শহর জাদরায় ওই হামাস নেতার গাড়িতে ড্রোন হামলা হয়। স্থানটি সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি সূত্রটি জানায়, এটি ছিল হামাস নেতাকে হত্যার একটি ব্যর্থ হামলা। নিরাপত্তার স্বার্থে হামলার শিকার ওই হামাস নেতার নাম প্রকাশ করা হয় না। কারটির কাছে থাকা একজন সিরীয় শব্জী ফেরিওয়ালা ও মোটরবাইক চালক নিহত হন।

ইসরাযেলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই হামলা সম্পর্কে কোন মন্তব্য পাওয়া যায়নি।

news