গাজায় বাবার সামনে ৪ বছরের সন্তানকে হত্যা

ইসরায়েলি বাহিনী সালমা নামের এ মেয়েটিকেও নৃশংসভাবে হত্যা করে তার পিতার সামনে। সেনাদের অবিশ্বাস্য সেই নৃশংসতার কথা বর্ণনা করেন মেয়েটির শোকার্ত পিতা।

হুসেইন জাবের একজন আলোকচিত্রী। জাতিসংঘ রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সিতে (ইউএনআরডব্লিউএ) কাজ করেন তিনি।

পরিবারের সদস্যদের জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধানে গত ৫ ডিসেম্বর তিনি গাজা সিটি থেকে পালানোর চেষ্টা করছিলেন। ঠিক ওই সময় ছোট্ট মেয়ে সালমাকে চিরতরে হারান।

news