পাঁচ মাসের বেশি সময় ধরে নির্বিচার ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা। মুসলিমদের পবিত্র মাসেও থেমে নেই ইসরায়েলি গণহত্যা। দক্ষিণ গাজার রাফাহ, গাজা উপত্যকার মধ্যাঞ্চল, নুসেইরাত শরণার্থীশিবির এবং উত্তর গাজার জাবালিয়া শহরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। সূত্র: বিবিসি, আলজাজিরা

মঙ্গলবার পর্যন্ত দুই দিন ধরে চালানো হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ ৯৩ জন। এর মধ্যে জাবালিয়ার একটি স্কুলের সামনে ইসরায়েলি হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

গাজা শহরের আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের উপপরিচালক ডা. আমজাদ আলওয়া বলেছেন, এখানকার মানুষ এরই মধ্যে কয়েক মাস ধরে অনাহারে দিন কাটাচ্ছেন।


গাজাবাসী পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি তাণ্ডব প্রত্যক্ষ করছে। ইসরায়েল ও মিসরের অবরোধের কারণে গাজার জনগোষ্ঠী যুদ্ধ শুরুর আগেও বিদেশি ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল ছিল। তবে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী স্থলপথে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। চলছে দুর্ভিক্ষ। 

news