ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে : খামেনেয়ী
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী বলেছেন, ফিলিস্তিনের ভুখন্ডকে ফিলিস্তিনি জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। ফিলিস্তিনি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয় কী।
বুধবার (১ মে) শিক্ষক দিবসে (শহীদ মোতাহারির শাহাদাত বার্ষিকী) ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। সূত্র : আল-মানার
খামেনেয়ী বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি সমস্যার সমাধান হয়ে যাবে। ইসরায়েল ও পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও ফিলিস্তিন সমস্যার কোন সমাধান হবে না, বরং সেক্ষেত্রে এ সমস্যা ইসরায়েলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর ওপর গিয়ে পড়বে।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্বজনমতে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাওয়ার প্রমাণ বলে উল্লেখ করেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা।
তিনি বলেন, একটি বিষয় সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, গাজার জনগণকে হত্যা করা ক্ষমার অযোগ্য অপরাধের সহযোগী হল যুক্তরাষ্ট্র। আপাতদৃষ্টিতে তাদের সহানুভূতিশীল কিছু কথাও পুরোপুরি মিথ্যা। তাই ইসলামি প্রজাতন্ত্রের মার্কিন বিরোধী অবস্থান ও ওয়াশিংটনের প্রতি তেহরানের অনাস্থার বিষয়টি যথার্থ প্রমাণিত হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি