সাগরে পরীক্ষামূলক অভিযানে চীনের নতুন বিমানবাহী জাহাজ ফুজিয়ান

চীনের নৌবাহিনীর তৃতীয় বিমানবাহী জাহাজ ‘দ্য ফুজিয়ান’ প্রথমবারের মতো সমুদ্রে পরীক্ষামূলক অভিযান শুরু করেছে।

বুধবার বিকাল ৪টায় সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডেথেকে পূর্ব চীন সাগরের উদ্দেশে বুধবার এই রণতরীটি সাগরে নেমেছে।

চীনের নৌবাহিনীর অপর দুই বিমানবাহী জাহাজ শানডং (৬৬ হাজার মেট্রিক টন) ও লিয়াওনিং (৬০ হাজার টন) চেয়ে অনেক বেশি ক্ষমতাধর ফুজিয়ান (৮০ হাজার মেট্রিক টন)।

সমুদ্রে মহড়ার সময় রণতরীর প্রোপালশন ও ইলেকট্রিক সিস্টেমের নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।

২০২২ সালে এই যুদ্ধজাহাজের উদ্বোধন হলেও এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে ফুজিয়ানকে। ধারণা করা হচ্ছে, ৬০টি যুদ্ধবিমান বহন করবে ফুজিয়ান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news