সৌদিতে স্বৈরতন্ত্রের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রে নজীরবিহীন সম্মেলন 

সৌদি আরবে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে সারাবিশ্বে অবস্থিত দেশটির রাজনৈতিক কর্মী ও নীতিনির্ধারকরা ওয়াশিংটন ডিসিতে এ বিরল সমাবেশে মিলিত হন। 

ওয়াশিংটন ডিসির বাইরে ন্যাশনাল হারবারের কাছে গেলর্ড কনভেনশন সেন্টারের বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সৌদি ভিন্নমতালম্বী ও রাজনৈতিক কর্মীরা সেখানে সমবেত হন। তারা জনগণের পছন্দের একটি প্রতিধিনিত্বশীল সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

‘জনগণের স্বপ্ন’ বা ‘পিপলস ভিসন’ ব্যানারে আয়োজকদের এক বছর ধরে  চেষ্টার পর বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের মূল লক্ষ্য হল,  স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে গণতন্ত্রের দিকে ধাবিত করা।

ওয়াশিংটন ডিসির মিডলইস্ট ডেমোক্রেসি সেন্টারের পরিচালক এবং সম্মেলনের অন্যতম আয়োজক আব্দুল্লাহ আলাউধ বলেন, ‘বিশেষজ্ঞ, রাজনৈতিক কর্মী, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, থিংক ট্যাংকের বিশেষজ্ঞরা এ নজীরবিহীন সম্মেলনে যোগদান করেন।’ 

নেতৃস্থানীয় সৌদি নারী অধিকারকর্মী লিনা আল-হাসলাউল বলেন, প্রিন্স মোহাম্মাদ সালমান ভিশন ২০৩০ সংস্কার কার্যক্রম ঘোষণা করার জবাবে পিপলস ভিশন ধারণা গ্রহণ করা হয়।

তিনি বলেন, সৌদি আরবের বর্তমান নীতির ব্যাপারে হতাশ বহু মানুষ ও যারা বিদেশে অবস্থান করছেন তারা সমাবেশ যোগদান করেন। তারা তাদের দেশকে আরও সুন্দর দেখতে চান।

সম্মেলনে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। গাজার প্রতি সহানুভূতি জানানোর জন্য মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবে বহু লোককে গ্রেপ্তার করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news