ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য পদের প্রস্তাবকে স্বাগত জানাল আমিরাত-সৌদি-ইরাক-মিসর-তুরস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) গত শুক্রবার ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস করে। প্রস্তাবটির পক্ষে ১৪৩টি দেশ ভোট দেয়। ৯টি দেশ বিপক্ষে ভোট দেয় এবং ভোটদানে বিরত থাকে ২৫টি দেশ।
পৃথক পৃথক বিবৃতিতে এসব দেশ প্রস্তাব পাসকে স্বাগত জানায়। ইউএনজিএর প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য দেওয়ার বিষয় পুনরায় নিরাপত্তা পরিষদে বিবেচনা করা কথা বলা হয়েছে।
গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করে ফিলিস্তিনির সদস্যপদ লাভের প্রচেষ্টাকে ভন্ডুল করে দেয় যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের স্থায়ী পূর্ণাঙ্গ সদস্যপদ পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, এ ভোটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকার এবং দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে তা প্রমাণিত হয়েছে।
মিসরের পররাষ্ট্রমন্ত্রণালয় এ প্রস্তাব পাসকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে বলেছে, ঐতিহাসিক বাস্তবতার নিরিখে ফিলিস্তিনি জনগণের অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিগত সাত দশকেরও বেশি সময় ধরে তারা বিদেশী দখলের যাঁতাকলে নিস্পেষিত হচ্ছেন।
সৌদি আরব বলেছে, ফিলিস্তিনিদের বৈধ অধিকারের প্রতি আন্তর্জাতিক ঐকমত্য এ প্রস্তাবে প্রতিফলিত হয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতিতেও অনুরূপ মন্তব্য করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি