পুলিশি নির্যাতনের বিরুদ্ধে জার্মানি ও সুইজারল্যান্ডে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিন সমর্থকদের ওপর দমনপীড়ন, পুলিশের সহিংসতা এবং স্থানীয় মিডিয়ার প্রতিক্রিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার জার্মানির রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। প্রায় ৩০০ জন বিক্ষোভকারী বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির ‘সিলবারলাউব’ ভবনের সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিন সমর্থকদের বিক্ষোভের উপর পুলিশি নির্যাতন নিয়ে প্রতিক্রিয়া জানায়। এ সময় কয়েকজন শিক্ষকও বিক্ষোভে যোগ দেন। 

সুইজারল্যান্ডের লাউসেনে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজিতে আবারও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ শুরু হয়েছে। 

টিআরটিওয়ার্ল্ড জানিয়েছে, ৭ মে প্রায় ১৫০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে তাঁবু স্থাপন করে ফিলিস্তিনিদের সমর্থনে ফ্রি ইউনিভার্সিটিতে বিক্ষোভ আয়োজন করে। তাতে পুলিশের হস্তক্ষেপের সমালোচনা করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। 
তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিক্ষোভের সময় আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা  প্রত্যাহার এবং ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভের অনুমতি দেওয়ার দাবি জানান।

পক্ষান্তরে নিউজ ইউরোপ জানিয়েছে, ‘লণ্ডন স্কুল অব ইকোনোমিক্স’র ক্যাম্পাসের ভিতরের একটি ভবন দখল করে অবস্থান নিয়েছে। ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাত্মতার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। 

বেশ কিছু শিক্ষার্থী মার্শাল ভবন দখল করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেও অনুরূপ ভবন দখলের চিত্র দেখা যায়। যুক্তরাজ্যের শিক্ষার্থীরা যেভাবে বিক্ষোভ করছে, তার চাইতে ‘লণ্ডন স্কুল অব ইকোনোমিক্স’ এগিয়ে আছে বলে নিউজ ইউরোপে বলা হয়েছে। 

বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থী এই ছাত্র আন্দোলনকে ‘একুশ শতকের সবচেয়ে বড় ছাত্র আন্দোলন’ বলে উল্লেখ করেছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news