ঝুঁকিতে গাজার বিক্ষোভে জড়িত বিদেশী শিক্ষার্থীদের অভিবাসন মর্যাদা
গাজায় ইসরায়েলের যুদ্ধ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খলিলের জন্য ব্যক্তি সমস্যায় পরিণত হয়েছে। ২৯ বছর বয়েসি খলিল ফিলিস্তিনি বংশোদ্ভুত ছাত্র। তিনি সিরিয়ায় ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে বড় হয়েছেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বন্ধের দাবিতে তার বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও শিবিরস্থাপন করে প্রতিবাদ জানান। নিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভে শরিক হয়েছিলে মাহমুদ খলিল। তবে এখন তিনি এ বিষয় বেশ নার্ভাস হয়ে পড়েছেন।
বিদেশি বা আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত যে অভিন্ন সংকটে পড়েন খলিলও তার সম্মুখীন হয়েছেন। তিনি এফ-১ স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্র যান। পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে তার তালিকাভুক্তির ওপরই তার যুক্তরাষ্ট্রে থাকার বিষয়টি নির্ভর করছে।
তবে গত মাসে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় চত্তরে শিবিরিস্থাপনসহ বিক্ষোভের যে সূচনা হয় তাতে অংশ গ্রহণকারীরা শাস্তিমূলক ব্যবস্থার শিকার হওয়ার ঝুঁকিতে আছেন। সাময়িক বহিস্কার করা এমনকি ছাত্র হিসেবে তালিকাভুক্তির মর্যাদাও বিপন্ন হতে পারে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


