হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

অবশেষে উদ্ধারকারীরা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের কাছে পৌঁছাতে পেরেছেন। ইরানের প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছেন এমন কোন লক্ষণ তারা দেখতে পাননি বলে জানিয়েছেন ।
বেশ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম রেড ক্রিসেন্টকে উদ্ধৃত করে বলেছে উদ্ধারকারী দল প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে। ইরানি রেড ক্রিসেন্টও দুর্গম পার্বত্যাঞ্চলের দুর্ঘটনাস্থলে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। রেড ক্রিসেন্ট বলেছে, রাইসির বেঁচে থাকার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

ইরানের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘রেড ক্রিসেন্টের অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।’এর আগে তল্লাশি অভিযানে সাহায্যকারী তুরস্কের একটি ড্রোন পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু দেখতে পেয়েছে বলে খবর বের হয়।

তুর্কী ড্রোনের এ খবরে  ইরানের প্রেসিডেন্টের জীবন নিয়ে আশঙ্কা আরও বেড়ে  গেছে। এই সূত্র ধরে পাহাড়ের কাছে পৌঁছনোর জোর চেষ্টা চালান উদ্ধারকারীরা। এরপরই উদ্ধারকারী দল প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি খুঁজে পেয়েছেন বলে জানানো হয়।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news