চীনে পাবলিক পার্কে ৪ মার্কিন শিক্ষক ছুরিকাহত

চীনের উত্তরাঞ্চলের হিলিন প্রদেশের পার্কে দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ের এ চার শিক্ষককে একজন অজ্ঞাতনামা হামলাকারী ছুরিকাঘাত করে। 

আইওয়া করনেল কলেজের এসব ইনস্ট্রাক্টরের ওপর এ হামলার মারাত্মক ঘটনা ঘটে। আইওয়ার প্রতিনিধি অ্যাডাম জাবনের বলেন, ছুরিকাঘাতের শিকার ব্যক্তিদের একজন হলেন তার ভাই ডেভিড। 

তিনি বলেন, ইনস্ট্রাক্টরদের দল সোমবার স্থানীয় একটি মন্দির পরিদর্শন করতে গেলে এক লোক এসে ছুরিকাঘাত করে। তবে তার ভাই বেইশান পার্কে ছুরিকাঘাতের শিকার হন। তার হাতে আঘাত লেগেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিবিসিকে বলেন, তারা জিলিনের ছুরিকাঘাতের ঘটনার কথা জানেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি। 

করনেল কলেজ জানায়, চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশিদারিত্বের অংশ হিসেবে সেখানে শিক্ষকতা করছিলেন। পার্কটিতে বেড়ানোর সময় বেইহুয়া বিশ্ববিদ্যালয়ের এক সদস্য তাদের সঙ্গে ছিলেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news