তাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি হওয়ায় মক্কায় এবার ৫৫০ হজযাত্রীর মৃত্যু

এদের মধ্যে কমপক্ষে ৩২৩ জন মিশরীয়। মিশরীয়দের মধ্যে অধিকাংশ তীব্র তাপদাহে অসুস্থ হয়ে মারা গেছেন। সংশ্লিষ্ট দুই আরব কূটনীতিক এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

কূটনীতিকরা জানান, ৬০ জর্দানি হজযাত্রী মারা গেছে। মঙ্গলবার দেশটির সরকারি হিসাবে  বলা হয়েছে, ৪১ জন হজযাত্রী মারা গেছেন। 

কূটনীতিকরা জানিয়েছেন, মক্কার অন্যতম বৃহত্তম আল-মুয়াইসেম মর্গে ৫৫০ জনের মরদেহ রাখা হয়েছে। 
রোববার সৌদি কর্তৃপক্ষ জানায়, ২ হাজারের বেশি হজযাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু বুধবার পর্যন্ত এ হিসাব তারা আপডেট করেনি। একইসঙ্গে মৃত্যুর বিষয়েও তথ্য দেয়নি।

 সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। 

২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে আগত কমপক্ষে ২৪০ জন হজযাত্রী মারা গেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news