গাজা সিটিতে পরিকল্পিতভাবে গণহত্যা চালায় ইসরায়েলি সেনারা: মিডিয়া অফিস

ইসরায়েলি বাহিনী গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে। সেখানে ফিলিস্তিনিদের অসংখ্য মরদেহ পাওয়া গেছে। 

গাজা সরকারের মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-সাবতা একথা বলেছেন। তিনি বলেন, ‘ইসরায়েলি বাহিনী সুপরিকল্পিতভাবে গাজা সিটিতে গণহত্যা চালিয়েছে।’

গাজার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আংশিকভাবে প্রত্যাহারের পর তারা রাস্তা ও বিধ্বস্তভবনের ধ্বংসস্তুপ থেকে অন্তত ৬০টি লাশ উদ্ধার করেছে। তাদের উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় যুক্তরাজ্যের মানবিক সংস্থা আল-খায়ের ফাউন্ডেশনের একজন সিনিয়র স্টাফ নিহত হয়েছেন।

গাজায় ৯ মাস ধরে চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৩৮,৩৪৫ জন নিহত এবং ৮৮,২৯৫ জন আহত হয়েছেন।

news