ইরাকে গণকবর থেকে ১৩৯ দেহাবশেষ উদ্ধার

উত্তর ইরাকে ইসলামি স্টেট বা আইএসের সাবেক ঘাঁটি মসুলের পশ্চিমে এ গণকরব পাওয়া গেছে। প্রাপ্ত দেহাবশেষগুলো পুরুষ ও নারীদের। এরা সম্ভবত আইএসের হামলার শিকার হয়েছিলেন। 

মসুলের ৭০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির প্রকৃতিক গর্ত আলো আন্তারে এসব মরদেহের সন্ধান পাওয়া যায়। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত অঞ্চলটিতে আইএসের সদরদপ্তর ছিল।

শহীদ ফাউন্ডেশনের গণকবর বিভাগের পরিচালক দিয়া করিম বলেছেন, আইএস বা আল-কায়েদার নিয়ন্ত্রণে থাকার সময় তাদের হাতে লোকদের নিহত হওয়ার প্রমাণ হল এই গণকবর।

তিনি বলেন, হত্যার শিকার লোকেরা ইয়াজিদি, শিয়া তুর্কমেন বা নিরাপত্তা বাহিনীর সদস্য হতে পারেন।

news