যুদ্ধের সব আইন ভেঙ্গে গাজার ৮ স্কুলে ইসরায়েলি বোমা হামলা: জাতিসংঘ

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি একথা বলেছেন।

তিনি বলেন, গত ১০ দিনে জাতিসংঘ পরিচালিত অন্তত আটটি স্কুলে হামলা করা হয়েছে। স্কুলগুলোতে বাস্তুচ্যূত নিরীহ ফিলিস্তিনিরা আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

গাজা সিটির কায়রো স্কুলের কাছে সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় তিন শিশুসহ ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, গাজায় ইসরায়েলি যুদ্ধ হচ্ছে ‘ইতিহাসের সবচেয়ে অকাট্য তথ্যপ্রমাণপূর্ণ গণহত্যা।’

মার্কিন দূত নিরাপত্তা পরিষদকে বলেছেন, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় অগ্রগতি হচ্ছে। চারমাস আগে নিরাপত্তা অবিলম্বে যুদ্ধবিরতির নির্দেশ নিয়ে একটি প্রস্তাব পাস করে।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ২৮৬তম দিন বৃহস্পতিবার(১৮ জুলাই)। এতে অন্তত ৩৮ হাজার ৭৯৪ জন নিহত এবং ৮৯ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন।

news