লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরাইল ইউরেনিয়ামযুক্ত বোমা ব্যবহার করছে।

চ্যানেলটি ইউরেনিয়ামযুক্ত বোমার ব্যবহার এবং মানুষের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে ইসরাইলি বোমা বিস্ফোরণের ফলে যে ধোঁয়া সৃষ্টি হয় তার রং কমলা ও হলুদের মাঝামাঝি পর্যায়ের। এই রং সাধারণ বোমার বিস্ফোরণকে নির্দেশ করে না বরং এ থেকে বোঝা যাচ্ছে বোমাতে কম মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।

এই প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরণের বোমা বিস্ফোরণ মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলে। ইসরাইল এক বছর আগে গাজায় এ ধরনের বোমা ব্যবহার করেছে। এরপর কয়েকদিন আগে লেবাননের জনগণের ওপর তা ফেলেছে।

গবেষণায় দেখা গেছে, ইসরাইলের ব্যবহৃত বোমাগুলোর নাম এমকে-৮৪ এবং এগুলোর ওজন ২০০০ পাউন্ড বা ৯০৭ কিলোগ্রাম।

পার্সটুডে

news