ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের কথিত জেনারেলদের পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে। এই পরিকল্পনার মাধ্যমে তারা গাজার মানুষকে ক্ষুধার্ত রেখে মারতে চেয়েছিল। 

হামাস গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরাইল এই লক্ষ্য বাস্তবায়নের জন্য এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তর গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ ও  নিপীড়ন চালিয়েছে এবং শত শত সামরিকযান ও হাজার হাজার সেনা মোতায়েন করে অবরোধ সৃষ্টি করেছে। কিন্তু গাজার জনগণ আত্মসমর্পণের পরিবর্তে অসীম ধৈর্য, সাহস ও দৃঢ়তার সাথে সমস্ত সংকট মোকাবেলা করে চলেছে এবং ইসরাইলি জেনারেলদের পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে। ইসরাইল ইতিহাসের সবচেয়ে বর্বর ও মানবতাহীন চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করলেও সফল হতে পারেনি।

গত বছরের ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করে এবং এ পর্যন্ত তাদের গণহত্যার শিকার হয়ে ৪২ হাজার ৩০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজা উপত্যকার এই বর্বরতা ও গণহত্যার জন্য আমেরিকাকে সম্পূর্ণভাবে দায়ী বলে অভিযুক্ত করেছে হামাস। সংগঠনটি বলেছে, আমেরিকার সবুজ সংকেত ও পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে ইসরাইল এই গণহত্যা চালাচ্ছে।

পার্সটুডে

news