ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইল যে ব্যর্থ আগ্রাসন চালিয়েছে তার নিন্দা জানিয়েছে সৌদি আরব।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) সকালে আগ্রাসনের নিন্দা জানিয়ে দুই পক্ষকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
এদিকে, তেহরানে রাশিয়ার দূতাবাস ঘোষণা করেছে যে, ইসরাইলের আগ্রাসন সত্বেও তারা তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখবে। বর্তমানে ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। রুশ দূতাবাস বিবৃতি প্রকাশের মাধ্যমে বলেছে, দূতাবাস এবং রাশিয়ার অন্যান্য প্রতিষ্ঠান তাদের স্বাভাবিক কাজকর্ম অব্যাহত রাখবে।
গতরাতের শেষ ভাগে ইহুদিবাদী ইসরাইল তেহরান, ইলাম এবং খুজেস্তান প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এই হামলা সফলভাবে প্রতিহত করার কথা জানিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। ইসরাইলি আগ্রাসনে ইরানের সামান্য ক্ষতি হয়েছে বলে তেহরান জানিয়েছে।
পার্সটুডে