ইহুদিবাদী ইসরাইল ইয়েমেনের রাজধানীর সানা এবং কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশের কয়েকটি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৯ ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে। 

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, রাজধানী সানার কাছে হাজিজ এবং দাহবান বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের বিমানগুলো বোমাবর্ষণ করে। এছাড়া, হুদাইদা বন্দরের রাস ইসা তেল শোধনাগারে হামলা চালায়।

এদিকে, ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এই বিমান হামলার কথা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ইয়েমেন থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তারা বিমান হামলা চালিয়েছে। ইহুদিবাদী বাহিনী দাবি করেছে, তারা যেখানে হামলা চালিয়েছে সেসব স্থাপনা ইয়েমেন সামরিক অভিযানের কাজে ব্যবহার করত। 

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, ইসরাইল ও মার্কিন বর্বর বাহিনী বেসামরিক স্থাপনার ওপর হামলা চালাচ্ছে। এর মধ্যদিয়ে তাদের গণতন্ত্র ও মানবাধিকারের ভুয়া দাবি পরিষ্কার হয়ে গেছে। আজ সকালে সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া পোস্টে তিনি একথা বলেন। গাজাবাসীর সমর্থনে ইয়েমেন ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি অঙ্গীকার ব্যাখ্যা করেন।

পার্সটুডে

news