ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পাকিস্তানকে সন্ত্রাসবাদের 'এপিসেন্টার' উল্লেখ করে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।  

সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে জেনারেল দ্বিবেদী বলেন, জম্মু ও কাশ্মিরে অস্থিরতা উসকে দিচ্ছে পাকিস্তান এবং গত বছর সেখানকার জঙ্গি তৎপরতায় নিহতদের মধ্যে ৬০ শতাংশ পাকিস্তানি নাগরিক। 

এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় আইএসপিআর জানায়, “পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে উল্লেখ করা বাস্তবতা বিবর্জিত এবং ভারতের নিজস্ব অক্ষমতার বহিঃপ্রকাশ।”  

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের সেনাবাহিনীর কাজ রাজনীতি থেকে মুক্ত থাকা। তারা অভিযোগ করে, ভারতের বর্তমান সেনাপ্রধান জম্মু ও কাশ্মিরে কর্মরত থাকাকালে কাশ্মিরিদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালানো হয়েছে।  

আইএসপিআর জানায়, “ভারতীয় সেনাবাহিনী কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য আন্দোলনকে দমন করতে অভিযান চালাচ্ছে, যা জাতিসংঘের স্বীকৃত অধিকার।”  

ভারতের সেনাবাহিনীতে রাজনীতি প্রবেশ করেছে— পাকিস্তানের এই অভিযোগে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।  

ভারত-পাকিস্তান সম্পর্কের এই নতুন পাল্টাপাল্টি বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলে দেবে। দুই দেশের সামরিক বাহিনীর এমন বক্তব্যে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

news