মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ছোট শহরে এক বন্দুকধারীর গুলিবর্ষণে তার সন্দেহভাজন কয়েকজন আত্মীয় ও তালাকপ্রাপ্ত স্ত্রীসহ ৬ জন নিহত হয়েছে। গত শুক্রবারের এ হত্যাকান্ডের উদ্দেশ্য কি ছিল তা জানা যায়নি। প্রশাসনের কর্মকর্তারা একথা জানান।

সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

মিসিসিপির জননিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র বেইলে মার্টিন হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আরকাবুটলা শহরে এ ঘটনা ঘটে। শহরটিতে ৩০০ জনেরও কম মানুষ বাস করে। এটি টেনাসির মেম্ফিস থেকে প্রায় ৪০ মাইল দূরে অবস্থিত।

নিহতদের মধ্যে একজনকে দোকানের পাশে রাখা গাড়ী চালকের আসনে গুলিবিদ্ধ করা হয়। বাড়ীর ভেতরে নিহত নারী তার প্রাক্তন স্ত্রী বলে জানা গেছে। গুলিতে তার বর্তমান স্বামী আহত হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর বাড়ির পাশে আরও চারজনের মরদেহ পাওয়া যায়। এর মধ্যে একজন হলো লোকটির সৎপিতা ও অন্য জন সৎপিতার বোন। অন্য দু’টি মরদেহ ছিল তাদের সেবাকারীদের।

প্রশাসনের এক কর্মকর্তা জানান, হামলাকারীকে গ্রেপ্তার ও তার কাছ থেকে একটি শটগান ও দু’টি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।

এনবিএস/ওডে/সি

news