ব্রাজিলের উপকূলে ভয়াবহ ঝড়ের আঘাত, নিহত ৩৬
ব্রাজিলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাও পাওলো রাজ্যের উপকূলে বন্যা ও ভূমি ধসে এই নিহতের ঘটনা ঘটেছে। এতে কার্নিভ্যাল সাম্বা উৎসবও বাতিল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় বাড়িঘর ডুবে গেছে, চলচলের পথ পানিতে তলিয়ে গেছে এবং বাড়িঘরের উপর দিয়ে ময়লা-আবর্জনা প্রবাহিত হচ্ছে।
উদ্ধারকর্মীরা জীবিতদের কাছে পৌঁছাতে এবং রাস্তাঘাট চলাচল উপযোগী করতে হিমশিম খাচ্ছেন। রোববার ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কোনো কোনো এলাকায়। সচরাচর সেখানে যে পরিমাণ বৃষ্টি হয়, উল্লিখিত পরিমাণ তার অর্ধেক।
সাও সেবাস্তিয়াও শহরের মেয়ার ফেলিপ অগাস্তো বলেছেন, ‘কিছু কিছু এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। এক বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা ক্ষয়-ক্ষতির পরিমাণও অনুমান করতে পারছি না। উদ্ধার কাজেই আমরা এখন নিয়োজিত।’
উপদ্রুত এলাকায় কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছে। ৫০টির মতো বাড়ি বিধ্বংস্ত হয়ে পানিতে মিলে গেছে। অগাস্তো বলেছেন, ‘পরিস্থিতি অত্যন্ত জটিল।’
রাজ্য সরকার বলেছে সাও সেবাস্তিয়াওতে ৩৫ জন নিহত হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় ৮০ কিলোমিটার দূরে উবাতুবার মেয়র বলেছেন, তার এলাকায় একজন তরুণী নিহত হয়েছে।
একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা ফলহা ডি সাও পাওলো গণমাধ্যমকে বলেছেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা আরো কিছু মৃতদেহ হয়তো পেতে যাচ্ছি।’
কর্মকর্তারা বলেছেন, আরো ২২৮ জন বাড়িঘর হারিয়েছেন এবং উত্তরাঞ্চলীয় সাও পাওলোর উপকূল থেকে ৩৩৮ জন সরে এসেছেন। রাজ্যের ছয়টি শহরে ১৮০ দিনের দুর্যোগ ঘোষণা করা হয়েছে। শহরগুলোর মধ্যে রয়েছে সাও সেবাস্তিয়াও, কারাগুয়াতাতুবা, ইলহাবেলা, উবাতুবা, গুয়ারুজা এবং বার্টিওগা।
রাজ্যের গভর্নর তারচিসিও ডি ফ্রেইটাস বলেছেন, দুর্যোগ ত্রাণ হিসেবে ইতোমধ্যেই ১.৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।
এনবিএস/ওডে/সি


