যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করলো রাশিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে শীতলযুদ্ধ পরবর্তী সময়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ পিলার হিসেবে দেখা হয় এই চুক্তিকে। একই সঙ্গে এর অধীনে কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমিত রাখা হয়।
ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুতিন মঙ্গলবার বলেন, আমি ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে, কৌশলগত অস্ত্র বিষয়ক চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া। যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তাহলে প্রয়োজনে রাশিয়াও তা করতে প্রস্তুত।
একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে এই যুদ্ধ বাড়িয়ে তোলার অভিযোগ করে তিনি বলেছেন, বৈশ্বিক সংঘাতের মঞ্চে মস্কোকে পরাজিত করতে পারবে এমনটি একটি ভুল ধারণা নিয়ে তারা এটি করছে।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। মঞ্চে দুই পাশে রাশিয়ার পতাকা উঁচিয়ে মাঝের ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেন পুতিন।
দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের সামনে রেখে দেওয়া এই বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া যেসব বিষয়ের মুখোমুখি হয়েছে তা ‘সাবধানে ও ধারাবাহিক প্রচেষ্টার’ মধ্য দিয়ে সমাধান করা হবে।
পশ্চিমাদের বৈশ্বিক সংঘাতের বিষয়ে সতর্ক করে পুতিন বলেছেন, রাশিয়াকে এই যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের দুঃখকষ্ট তিনি অনুধাবন করেন।
পুতিন বলেন, ইউক্রেনের জনগণ কিয়েভের বর্তমান শাসক গোষ্ঠী ও তাদের পশ্চিমা তাবেদারদের হাতে জিম্মি হয়ে পড়েছে। যারা দেশটিকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি দখল করে আছে।
ভাষণে পুতিন তার ‘বিশেষ সামরিক অভিযান’ নিয়ে কথা বলেন। তিনি বলেছেন, কিয়েভ সরকারের কাছ থেকে হুমকি এবং ঘৃণার পাশাপাশি নাৎসি আচরণ পেয়ে আসছে রাশিয়া।
পুতিন বলেন, ‘ইউক্রেন রাশিয়ার সাহায্যের জন্য অপেক্ষা করছিল। বলা বাহুল্য, এ বিষয়টি কখনোই স্বীকার করবে না ইউক্রেন সরকার।’ ভাষণে ইউক্রেনের চারটি অঞ্চলের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। কয়েক মাস আগে বিতর্কিত গণভোটে এ চারটি অঞ্চল রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। পুতিন বলেন, ‘মাতৃভূমির সঙ্গে থাকার সিদ্ধান্তের চেয়ে সাহসী আর কিছুই হতে পারে না। আমাদের পূর্বপুরুষ এবং আমাদের সন্তান ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য আমাদের বীরেরা লড়াই করছেন।’
এনবিএস/ওডে/সি


