পারমানবিক চুক্তি স্থগিত করার রুশ সিদ্ধান্ত “মস্তবড় ভুল”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পারমানবিক অস্ত্র হ্রাস সম্পর্কিত চুক্তি স্থগিত করার রাশিয়ার সিদ্ধান্ত একটি “মস্তবড় ভুল”। যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত রাশিয়ার নিই স্টার্ট আর্ম ট্রিটিতে অংশগ্রহণ প্রেসিডেন্ট পুতিন স্থগিত ঘোষনার পর গত বুধবার বাইডেন এ মন্তব্য করেন।
যুদ্ধবিক্ষত ইউক্রেনকে সহায়তার বিষয়ে আলোচনার জন্য পোলান্ডের রাজধানী ওয়ারশতে ন্যাটো জোটের পূর্ব প্রান্তের দেশগুলোর নেতাদের সাথে বৈঠকের আগে চুক্তির স্থগিত করার রাশিয়ার সিদ্ধান্তের ব্যাপারে তার প্রতিক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক সংক্ষিপ্ত মন্তব্যে বাইডেন একথা বলেন। এ কথা বলার আগে তিনি হাল্কা উপহাসের ছলে বলেন, “আমার সময় নেই।” পরে তিনি বলেন, এটি একটি “মস্তবড় ভুল”।
নিউ স্টার্ট হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সর্বশেষ পরমানু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যাতে উভয় দেশ তাদের পরমাণু অস্ত্র সীমিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। পুতিনের ঘোষনার পর রাশিয়ার আইনপ্রনেতারা বুধবার সর্বসম্মতিক্রমে এ চুক্তিতে মস্কোর অংশ গ্রহণ স্থগিত করার বিষয়টি অনুমোদন করেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে যে, ২০২৬ সালে চুক্তিটির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা এটি মেনে চলবে।
এনবিএস/ওডে/সি