ইউক্রেন যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি প্রস্তাব চীনের, প্রত্যাখ্যান পশ্চিমাদের

প্রস্তাবের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- সকল দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো, স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিহার, শত্রুতা বন্ধ, শান্তি আলোচনা শুরু, মানবিক সংকটের সমাধান, বেসামরিক নাগরিক এবং যুদ্ধবন্দীদের রক্ষা, কৌশলগত ঝুঁকি কমানো, খাদ্যশস্য রপ্তানি সহজ, একপেশে নিষেধাজ্ঞা বন্ধ, শিল্পসহ সাপ্লাই চেইন স্থিতিশীল রাখা, যুদ্ধপরবর্তী নির্মাণ ত্বরান্বিত করা ইত্যাদি। কিন্তু মস্কোর সঙ্গে সম্পর্কের কারণে বেইজিং এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও মিত্রদের চাপের মধ্যে রয়েছে বলেও চীনের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন।

এদিকে পশ্চিমা বিশ্ব চীনের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছে, নিরপেক্ষ মনোভাব দেখালেও বেইজিং আগ্রাসন হিসেবে এ অভিযানকে স্বীকার না করায় তা প্রশ্নের সৃষ্টি করেছে। একইসঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে মষ্কোকে সমর্থনও দিয়ে আসছে চীন। হয়ত দেশটি রাশিয়াকে ভয়াবহ সামরিক অস্ত্র দিয়েও সাহায্য করতে পারে বলেও শংকা প্রকাশ করেছে পশ্চিমা নেতৃবৃন্দ। অবশ্য এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বেইজিং।
শুক্রবার দুই পক্ষের মধ্যকার উত্তেজনা প্রশমনে প্রস্তাবটি পেশ করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীন বরাবরই নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং অতীতে যুদ্ধ বন্ধে একাধিকবার শান্তি আলোচনা করেও তা ব্যর্থ হয়েছে। এজন্য চীনের দেওয়া এই ১২ দফা প্রস্তাবকে শেষ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবেই বিবেচনা করতে হবে।

শান্তি স্থাপনে মুখোমুখি আলোচনার বিষয়কে প্রাধান্য দিয়ে চীন বলছে, কেবল এ প্রক্রিয়াতেই কার্যকরি সমাধান সম্ভব। আর এক্ষেত্রে চীন গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র কর্তৃক অর্থনৈতিক নিষধাজ্ঞার সমালোচনা করে চীন জানায়, এতে করে সমস্যা বাড়বে বৈ কমবে না।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জেইক সুলিভান বলেন, কালকেই এ যুদ্ধ শেষ হতে পারে যদি রাশিয়া হামলা বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেয় দেশটি থেকে। রাশিয়া, ন্যাটো, যুক্তরাষ্ট্র কেউ ইউক্রেন হামলা করেনি। এ হামলা ছিল পুতিনের একান্তই ব্যক্তি সিদ্ধান্ত।

এদিকে চীনে ইউক্রেনের চার্জ দ্যা অ্যাফায়ার্স ঝান্না লাসচিংশকা বলেন, এটি একটি শুভ লক্ষণ। তবে আরও পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি দেশটিকে। যুদ্ধ বন্ধে চীনের মত শক্তিশালী রাষ্ট্র যে কোনো কিছু করতে পারে। একইসঙ্গে সেনা প্রত্যাহারে রাশিয়ার প্রতিও আহবান জানান তিনি।

এনবিএস/ওডে/সি

news