রাশিয়ার উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল যুক্তরাজ্য  

শুক্রবার এ প্রসঙ্গে বৃটিশ মন্ত্রী বলেন, দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু প্রতিষ্ঠান রোসাতম ও এর সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান এম টি এস ব্যংকসহ চারটি ব্যাংক ও মষ্কোর উপ-প্রধানমন্ত্রীসহ ৯২ ব্যাক্তি ও দুটি প্রতিরক্ষা কোম্পানি  এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

জানা যায়, রোসাতমের সঙ্গে উপ-প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার নোভাক ও তথ্য স্মপ্রচার মন্ত্রী মাকসুত শাদায়েভের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায়  তাদের উপরে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও সাবেক উপ প্রধানমন্ত্রী ভিক্টর জুবকভ, এলেক্সি কোজাক (সাবেক উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি কোজাকের ছেলে), আলিনা কাবাইভা, লুবভা কাবাইভা (খেলোয়াড়ের মা), নর্ডস্ট্রীমের প্রধান নির্বাহি ও বিমান সংস্থা রয়েছে।

যুক্তরাজ্য কর্তৃপক্ষ দেশটির দুটি পমাণু অস্র্র কারখানা সারোভ ও স্নিজ হিন্সকসহ রাশিয়াকে সরবরাহ করা ইরানী ড্রোন কোম্পানি কোডসের  উপরও এটি বহাল থাকবে বলে জানিয়েছে। এছাড়াও অল রাশিয়ান রিসার্চ ইনস্টিটিউট অব এক্সপেরিমেন্টাল ফিজিক্স, ফেডারেল ষ্টেট ইউনিটারি এন্টারপ্রাইজ জাবাবাখিন অল রাশিয়া রিসার্চ ইন্সটিটিউটসহ বিভিন্ন সমরাস্ত্র এলএলসি জাভোদ সকল, এও জাভোদ ইলেকন, জিভেদা প্রস্ততের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও বিজ্ঞানীরা এ তালিকার অন্তর্ভূক্ত বলেও উল্লেখ করেছে বৃটেন।

এনবিএস/ওডে/সি

news