মার্কিন গোয়েন্দা বিমানকে চীনের জঙ্গী বিমানের বাধা

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি গোয়েন্দা জঙ্গী বিমান দক্ষিণ চীন সাগরে ২১,৫০০ ফুট উঁচু দিয়ে উড়ছিল। বিরোধপূর্ণ পারসেল দ্বীপপুঞ্জ থেকে বিমানটি ৩০ মাইল দূরে ছিল। ১৩০টি ক্ষুদ্র ক্ষুদ্র প্রবাল দ্বীপ নিয়ে পারসেল দ্বীপপঞ্জ গঠিত। এখানে চীনের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে।

এ সময় চীনের পিপলস লিবারেশন আর্মির রেডিও বার্তা মার্কিন নৌবাহিনীর পি-৮ পজেইডন বিমানের মধ্যে শোনা যায়। সিএনএনএর একজন ক্রু এ বিরল বার্তাটি শোনার সুযোগ পান। এতে বলা হয়, “চীনের আকাশ সীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত, তাই আর অগ্রসর হবেন না। তাহলে সব পরিণতির দায়ভার আপনাদের ওপর বর্তাবে।’’

এর কয়েক মুহুর্ত পর আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সজ্জিত চীনের একটি জঙ্গী বিমান ছুটে এসে মার্কিন বিমানকে বাধা দেয়। এটি বিমানটির ৫০০ ফুটের মধ্যে চলে আসে। চীনা বিমানটি এতো কাছাকাছি আসে যে সিএনএন ক্রু তার পাইলটদের মাথা ঘোরানো, তাদের লাল তারকা , লেজ ও তাক করা ক্ষেপণাস্ত্রগুলো দেখতে পাচ্ছিলেন।

 নিক্কি স্লটার দু আসন ও দু’ইঞ্জিন বিশিষ্ট পিএলএ বিমানকে স্বাগত জানান। তিনি বলেন, “পিএলএ জঙ্গী বিমান এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমান পি-৮এ। আমি আপনাদেরকে আমার বাম পাশে দেখতে পাচ্ছি এবং আমি পশ্চিম দিকে যেতে চাচ্ছি। আমি চাই আপনারাও এ রূপ করেন।

চীনা বিমানটি কোন জবার না দিয়েই মার্কিন বিমানটিকে ১৫ মিনিট ধরে পাহারা দিয়ে উড়তে থাকে। বিমানে থাকা সিএনএন ক্রু দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনাকর এ দৃশ্য প্রত্যক্ষ করেন।

এনবিএস/ওডে/সি

news