টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের আগে নিষিদ্ধ ড্রাগ দেওয়া হয় রিজওয়ানকে

গত বছর টি- টোয়েন্টি বিশ্বকাপের সময় জেনেশুনে নিষিদ্ধ ড্রাগ দেওয়া হয়েছিল মোহম্মদ রিজওয়ানকে। এমনই বিস্ফোরক তথ্য সামনে আনলেন পিকিস্তান ক্রিকেট বোর্ডের ডাক্তার নাজিবুল্লাহ সুমরো।

বিশ্বকাপ চলাকালীন বুকে সংক্রমণ দেখা দেওয়ায় আইসিইউতে ভর্তি করতে হয় পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান  মোহম্মদ রিজওয়ানকে। হাসপাতাল থেকে ফিরেই মাঠে নেমে পড়েন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৫২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিজওয়ান।

পাকিস্তানকে যদিও সেমিফাইনাল ম্যাচ হারতে হয়। তবে এমন গুরুত্বপূর্ণ নক-আউট ম্যাচের আগেই নাকি পাক তারকাকে নিষিদ্ধ ড্রাগ দেওয়া হয়েছিল, এমনটাই দাবি করেন নাজিবুল্লাহ। পাকিস্তানের টিম ডাক্তার আরও জানান যে, নিষিদ্ধ ওষুধ ইনজেক্ট করা ছাড়া তার সামনে নাকি আর কোনও উপায়ই ছিল না।

যদিও এমনটা করার আগে আইসিসির অনুমতি নেওয়া হয়েছিল বলেও দাবি করেন নাজিবুল্লাহ।

news