মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা অজ্ঞতার কারণে: মাহবুব আনাম
গত বছর দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটেই ভালো করেনি বাংলাদেশ। এর কারণ হিসেবে বেশিরভাগ বাংলাদেশি সমর্থকই দায় দিয়েছেন মিরপুরের স্লো উইকেটের। সমালোচনা হয়েছে কিউরেটর গামিনি ডি সিলভাকে নিয়েও।
তবে অজ্ঞতার কারণে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করা হয় বলে দাবি করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। এর দায় এককভাবে কিউরেটর গামিনি ডি সিলভার না বলেও মন্তব্য তার।
মিরপুরের উইকেটের সীমাবদ্ধতার কথা তুলে ধরে এই অভিজ্ঞ এই ক্রিকেট কর্তা বলেন, মিরপুরের মতো স্টেডিয়ামে বছরে ৬০ দিনের বেশি খেলা উচিত না। কিন্তু এই বছর এরইমধ্যে সেখানে প্রায় দ্বিগুণ ম্যাচ খেলা হয়ে গেছে। এভাবে মনে হয় না উন্নতি সম্ভব। য
এই মাঠেই সাফল্যের কথা তুলে ধরে মাহবুব আনাম বলেন, আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে টেস্ট জয় করেছি। আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারিয়েছি। সব দলের বিপক্ষেই জিতেছি