বর্তমানে ধারাবাহিকতায় বাবরই বিশ্বসেরা ব্যাটার: ভেট্টোরি 

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা ব্যাটারের স্থানটি গেল কয়েক মাস যাবৎ নিজের করে রেখেছেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আযম। গত মার্চেও আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরষ্কারটি জেতেন তিনি। তবে নিউজিল্যান্ডের কিংবদন্তী অলরাউন্ডার ডেনিয়েল ভেট্টোরি মনে করেন বর্তমানে বিশ্বের সেরা ব্যাটার বাবর আযমই।

ভেট্টোরি বলেন, সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে বলাটা কঠিন, তবে এই মুহূর্তে বাবর সবচেয়ে ইনফর্ম ব্যাটার। 

ওয়ানডেতে ৮৬ খেলায় ৫৯.১৮ গড়ে ৪৭১৯ রান করেছেন বাবর আযম। টি-টোয়েন্টিতে ৭৪ খেলায় ৪৫.৩৫ গড়ে ২৬৮৬ রান করা বাবর ব্যাট চালিয়েছেন ১২৯.৪৫ গড়ে। আর টেস্টে ৪০ খেলায় ৪৫.৯৮ গড়ে ২৮৫১ রান করেছেন পাকিস্তানের তিন ফরম্যাটের এই অধিনায়ক।

news