টেস্টের পরিবর্তে দক্ষিণ আফ্রিকাতে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া
গেল বছর করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। সফরটি পিছিয়ে ২০২৩ সালে আয়োজনে সম্মত হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও ক্রিকেট অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট খেলার কথা থাকলেও ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সফরে স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে অজিরা।
ইএসপিএনক্রিকইনফোর দাবি, টেস্টের পরিবর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে মাঠের খেলা সাত দিন কমে গেলেও অর্থনৈতিক ক্ষতির আশংকা না থাকায় ফরম্যাট পরিবর্তনে সম্মত হয়েছে দক্ষিণ আফ্রিকা।
চলতি বছরের শেষের দিকেও অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা। সফরে ১৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বক্সিং-ডে টেস্ট খেলবে প্রোটিয়ারা। ব্রিজবেন, মেলবোর্ন ও সিডনিতে অজিদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে সফরকারীরা এছাড়া ওয়ানডে চ্যাম্পিয়ন শিপের অংশ হিসেবে তিনটি ওয়ানডেও খেলবে দল দুটি।