মিচেল মার্শের অলরাউন্ডিং নৈপুণ্যে রাজস্থানকে হারালো দিল্লি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। এদিন বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৬২ বলে ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন দিল্লির মিচেল মার্শ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ রানে ফিরে যান বাটলার। পরে অশ্বিনের ৫০ আর দেবদূতের ৪৮ রানের সুবাদে ৬ উইকেটে ১৬০ রান করে রাজস্থান।
বিনা রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে দুই অজি ব্যাটার ওয়ার্নার ও মার্শের ১০১ বলে ১৪৪ রানের জুটিতে ভর করে জয়ের কাছাকাছি পৌছে যায় দিল্লি। শেষের দিকে মার্শ আউট হলেও ওয়ার্নারের অপরাজিত ৪৯ রানের সুবাদে ১১ বাকি থাকতেই ২ উইকেটে ১৬১ করে জয় পায় দিল্লি।


