মিয়ামিতে কেভিতোভার প্রথম শিরোপা

অসাধারণ নৈপূন্য দেখিয়ে কাজাখস্তানের এলেনা রাইবারকিনাকে ফাইনালে সরাসরি ৭-৬ (১৬-১৪) ও ৬-২ সেটে হারিয়ে প্রথম বারের মতো মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।

এই শিরোপা জেতার ফলে বর্তমান মহিলা তারকাদের মধ্যে ডব্লিউটিএ ট্রফি জয়ের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসের পরেই রয়েছেন কেভিতোভা। ভেনাস জিতেছেন ৪৯টি শিরোপা, আর কেভিতোভার সংগ্রহে ৩০টি।

ফাইনাল ম্যাচে প্রথম সেটটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তবে কেভিতোভা দ্বিতীয় সেটে নিজের সেরাটা প্রদর্শন করে সহজেই জয়লাভ করেন। উইম্বলডন চ্যাম্পিয়ন রাইবাকিনা গত মাসে ইন্ডিয়ান ওয়েলস এর শিরোপা লাভ করেন। তবে শনিবারের ফাইনালে হেরে তার ১৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর এগুতে পারলো না।   

দুই বারের গ্রান্ড স্লাম শিরোপাধারী ৩৩ বছর বয়সী কেভিতোভার মিয়ামিতে আসার আগে ছিলেন বিশ্বের ১২ নম্বর খেলোয়াড়। এই শিরোপা জেতার ফলে ২০২১ সালের সেপ্টেম্বরের পর তার বিশ্ব র‌্যাংকিংয়ে ফের টপ টেনে ফিরে আসা নিশ্চিত হয়েছে। এছাড়া, এই আসরের শিরোপা জিতে কেভিতোভা ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার প্রাইজমানি পান।

মিয়ামিতে তিনি এরআগে ১২টি আসরে অংশ নিলেও ফাইনালে পৌঁছতে পারেন নি। আর এটা ছিল তার ক্যারিয়ারের ৪১তম ফাইনাল।

বিশ্বের সাত নম্বর খেলোয়াড় ২৩ বছর বয়সী রাইবাকিনাকে ফাইনালে হারিয়ে উচ্ছ্বসিত কেভিতোভা বলেন, ‘প্রথম সেটে যেটা হয়েছে আমার জীবনে এমনটি দেখিনি। রাইবাকিনা চমৎকার খেলেছে। তবে যেভাবেই হোক শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। এই কঠিণ ম্যাচটি জিতে আমি খুব খুশি।’

এনবিএস/ওডে/সি

news