প্রফূল প্যাটেলদের ক্ষমতা কাড়া হল, ফেডারেশনের দায়িত্বে ভাস্করসহ প্রাক্তন বিচারপতিরা

 সর্বভারতীয় ফুটবল (Football) ফেডারেশনের (AIFF) নির্বাচন না হওয়া পর্যন্ত তিন সদস্যের প্রশাসক কমিটি এই সংস্থা চালাবে। এমন নজিরবিহীন সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফেডারেশনের কাজকর্মে অসন্তুষ্ট ছিল সর্বোচ্চ আদালত। দিনের পর দিন নির্বাচন হয় না সংস্থায়।

বুধবার সেইজন্য দেশের নামী প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়সহ আরও দু’জনকে ওই কমিটিতে রাখা হয়েছে। তাঁরা হলেন, প্রাক্তন বিচারপতি অনিল আর দাভে ও প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি।

এই কমিটিই ফুটবল ফেডারেশন চালাবে। প্রেসিডেন্ট প্রফূল প্যাটেল ও সচিব কুশল দাসের ক্ষমতা কেড়ে নেওয়া হল। তাঁদের কাজকর্মে বারবার অনাস্থা দেখিয়েছে আদালত।

 
দু’দিন আগেই ফেডারেশনকে নির্বাচন চেয়ে চিঠি দিয়েছিলেন ভাস্কর। তিনি অনৈতিক কাজকর্ম তুলে ধরেছিলেন। শীর্ষ আদালত মনোনিত প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভাস্কর। প্রধান বিচারপতিকে তাঁদের তৈরি সংবিধান অনুমোদন করার পাশাপাশি এআইএফএফ-কে নির্বাচন করার জন্য নির্দেশ দিতেও অনুরোধ করেছেন প্রাক্তন গোলরক্ষক।

প্রধান বিচারপতি এনভি রামানাকে লেখা চিঠিতে ভাস্কর জানিয়েছেন, তিনি এবং সহ-প্রশাসক এসওয়াই কুরেশি ২০২০ সালের জানুয়ারি মাসেই নতুন সংবিধানের খসড়া ফেডারেশনের কাছে জমা দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে শীর্ষ আদালত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং ভাস্করের প্রশাসকমণ্ডলীকে নির্দেশ দেয় জাতীয় ক্রীড়া নীতি অনুযায়ী ফেডারেশনের নতুন সংবিধান তৈরি করার।খরব দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news