বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম ফ্রান্স ওপেন শুরু রোববার

বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম টেনিস আসর ফ্রান্স ওপেনের শুরুর অপেক্ষায় রয়েছে ক্রীড়ামোদীরা। বিশ্বের সব তারকা খেলোয়াড়দের পদচারণায় মুখরিত থাকবে রোলা গ্যারোর ক্লে কোর্ট। দুই সপ্তাহের এই টেনিস কোর্টে গড়াবে রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায়। আগামী ১১ জুন পর্দা নামবে জমজমাট টেনিস টুর্নামেন্টটি।

আলকারাজ প্রথম রাউন্ডে খেলবেন ইতালির ফ্লাভিও কবলির বিপক্ষে। জোকোভিচ প্রথম রাউন্ডে লড়বেন যুক্তরাষ্ট্রের আলেকজান্ডার কোভাচেভিচের বিরুদ্ধে। আর মেদভেদেভ খেলবেন ব্রাজিলের সেভোথ উইল্ডের সঙ্গে। মহিলা এককে স্পেনের ক্রিস্তিনা বুসকার বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন শিয়াতেক।

এবারের টুর্নামেন্ট ফ্রান্স ওপেনের ১২৭তম আসর। এবারের আসরের প্রাইজমানি রেকর্ড পরিমাণ। প্রায় ৫ কোটি ইউরো। গতবারের পুরুষ এককের চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল ইনজুরির কারণে এবারের আসরে অংশ গ্রহণ করতে পারছেন না। তবে মহিলা এককের শিরোপাধারী ইগা শিয়াতেক এবার তা ধরে রাখার অভিপ্রায় নিয়ে কোর্টে নামবেন।

রোববার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে এক বেলা খেলা হবে। যা বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। তবে সোমবার থেকে দুই বেলা খেলা হবে। দ্বিতীয় বেলার খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

গ্রান্ড স্লামের ৯৩তম আসর এবারেরটা। পুরুষ ও মহিলা একক ছাড়াও পুরুষ দ্বৈত,  মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত,  বালক ও বালিকা, হুইলচেয়ার সহ বিভিন্ন ইভেন্ট রয়েছে।

২০০৫ সালে প্রথম বারের মতো ফ্রান্স ওপেনের শিরোপা জেতেন নাদাল। যদি এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক ১৪ বার রোলা গ্যারোর ট্রফি জেতেন। তার অনুপস্থিতি কিছুটা হলেও দর্শকদের কাছে হতাশার। তবে পুরুষ বিভাগে শিরোপা জেতার মতো যে পাঁচজন খেলোয়াড় রয়েছেন, তারা কেউই নাদালের চেয়ে কম নয়।

বিশ্বের এক নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজ, বিশ্বের দুই নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচ, রাশিয়ার দানিলা মেদভেদেভ রয়েছেন টপ ফেভারিট হিসেবে। যেভাবে ড্র হয়েছে, তাতে সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন জোকোভিচ ও আলকারাজ।

মহিলা বিভাগে বিশ্বের এক নম্বর খেলোয়াড় পোল্যান্ডের শিয়াতেক ছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন শিরোপা জেতার মতো। ২০২১ সালের ফ্রান্স ওপেন চ্যাম্পিয়ন বারবারা রেজিকোভা, গতবারের ফ্রান্স ওপেন রানারআপ মার্কিন যুক্তরাষ্ট্রের কোকা গফ, ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ইলিনা রাইবাকিনা ও চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।

এনবিএস/ওডে/সি

news