ফ্রান্স ওপেনের দ্বিতীয় রাউন্ডে জেসিকা
বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা জেসিকা পেগুলাস সহজ জয় পেয়ে ফ্রান্স ওপেন টেনিস টুর্নামেন্টের একক ইভেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। সোমবার বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম এই আসরের প্রথম রাউন্ডের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা সরাসরি ৬-৪ ও ৬-২ সেটে স্বদেশী ডানিয়েলা কলিন্সকে পরাজিত করেন।
একমাত্র গ্রান্ড স্লাম ক্লে কোর্ট আসরে দিনের অপর এক ম্যাচে বিশ্বের ১৫ নম্বর খেলোয়াড় রাশিয়ার ২৪ বছর বয়সী লিউদমিলা ম্যামসোনোভা অতি সহজেই সরাসরি ৬-০ ও ৬-১ সেটে যুক্তরাষ্ট্রের কেটি ভলিনেটসকে পরাস্থ করেন।
বিশ্বের নয় নম্বর খেলোয়াড় রাশিয়ার ২৬ বছর বয়সী দারিয়া ক্যাসাথকিনা সরাসরি ৬-৩ ও ৬-৪ সেটে জার্মানীর ২৩ বছর বয়সী খেলোয়াড় জুলে নিমেরকে হারিয়ে দেন।
যুক্তরাষ্ট্রের কায়লা ডে ৭-৫ ও ৬-১ সেটে ফ্রান্সের ক্রিসতিনা ম্লাদেনোভিককে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন। কায়লা প্রথম সেটে কঠিণ লড়াইয়ের মুখে পড়লেও দ্বিতীয় সেটে বেশ সহজেই জিতে যান।
বিশ্বের ২০ নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের মাডিসন কেইস তীব্র লড়াই করে এস্তানিয়ার কাইয়া কানেপিকে হারিয়ে দেন প্রথম রাউন্ডের ম্যাচে। কেইস জয়লাভ করেন ৬-১, ৩-৬ ও ৬-১ সেটে।
এছাড়া মহিলা একক ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বারনার্ডা পেরা, কলাম্বিয়ার ক্যামিলা অসোরিও, রাশিয়ার অ্যানাস্থিয়া পাভলুচেনকোভা, ক্রোয়েশিয়ার দোনা ভেকিস ও যুক্তরাষ্ট্রের স্লোনি স্টিফেন্স। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


