আইটি সেল বিকৃত ছবি ছড়াচ্ছে, কুস্তিগীরদের অভিযোগে চাঞ্চল্য! বজরং গুলি খেতে প্রস্তুত
দিল্লি পুলিশের বিরুদ্ধে উঠেছে প্রতিবাদী কুস্তিগীরদের নির্যাতন করার অভিযোগ। তারই সঙ্গে যোগ হলো আইটি সেলের মাধ্যমে জাল, বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার বিষয়টিও। বজরং পুনিয়ার দাবিতে তাই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
সংসদ ভবনের কাছে গিয়ে মহিলা সম্মান মহাপঞ্চায়েত কর্মসূচির জন্য প্রতিবাদ মিছিল বের করেছিলেন কুস্তিগীররা। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয় দিল্লি পুলিশ। মহিলাদের নিগ্রহও করা হয়। কুস্তিগীরদের আটক করা হয়েছিল। পরে ছাড়া হয়। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


